তবু কেন এত শুন্যতা.....

শুন্যতা (অক্টোবর ২০১৩)

এই মেঘ এই রোদ্দুর
  • 0
  • ৪৩
চারপাশে কোলাহল, মানুষের চলাচল ।
হাসি ঠাট্টা আনন্দ, সময় কাটে নয়তো মন্দ ।
গোচরে কত ঘটনা, করে কেউ রটনা ।
কখনো একলাটি; কল্পনায় নাড়ি কলকাটি ।
কিছু টুকরো স্মৃতি, বাড়ায় মনে প্রীতি ।
জীবন চলার পথে, পরিচয় কতজনার সাথে ।
নীরবে মানুষ দেখি, নিত্য নতুন কত কিছুই শিখি ।
কারো আনন্দে হই আবেগাপ্লুত, কাছের মানুষ হয়ে যাই দ্রুত ।
পাশে থেকে কেউ সাহস জোগায়, কেউবা প্রশ্নবানে শুধু ভোগায় ।
পাই কত শ্রদ্ধা-ভালবাসা, কারো মনে হয়ে রই আশা ।
কখনো কারো মৌনতায়, বুক ভরে অপূর্ণতায় ।
এত কিছুর মাঝে, কারো নি:শ্বাসের ছোঁয়া বুকের ভাঁজে ভাঁজে ।
বাড়ায় তীব্র যন্ত্রণা অবহেলায়, আনন্দ হয়ে থাকে না সে, সকল খেলায়
আলোর মাঝে অমানিশা, ধুক ধুক অন্তরে বাজে হতাশা ।
বিবর্ণ আলোয় দেহ অবসন্ন, পিপাসায় কাতর তাকে কাছে পাবার জন্য ।
বুকে অষ্ফুট কাতরতা, কোলাহলে থেকেও যেন নিষ্ঠুর নিস্তব্ধতা ।
আশারা হয় মরীচিকা, কষ্টরা শব্দ হয়ে খাতায় হয় লেখা ।
বিষন্নতারা থেকে থেকে কড়া নাড়ে, ধীরে ধীরে অন্তহীন শুন্যতা বাড়ে ।
ওরে নিবোর্ধ মন, কেন মানতে চাও না একা হয় সব মানুষ জন ।
জোর করে পাওয়া কি যায় পূর্ণতা? ক্রমেই বাড়ছে ভালবাসার প্রতি বিমুখতা।
তবুও সীমাহীন শুন্যতার মাঝে, বেঁচে থাকি উচ্ছাসে, উল্লাসে, ব্যস্ত থাকি শত কাজে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # ভাবটা বেশ জোড়ালো ও গভীর । কবিতার কাব্যিক দিকটাও বেশ ভালো । সবকিছু মিলে অনেক অনেক সুন্দর । এক কধায় অসাধারন ।।
মোকসেদুল ইসলাম তবুও সীমাহীন শুন্যতার মাঝে, বেঁচে থাকি উচ্ছাসে, উল্লাসে, ব্যস্ত থাকি শত কাজে । - চমৎকার লিখেছেন। ভাল লাগা জানাই
তানি হক চমৎকার কবিতা ... খুব ভালো লাগলো ছবি আপু ...
মিলন বনিক তবুও সীমাহীন শুন্যতার মাঝে, বেঁচে থাকি উচ্ছাসে, উল্লাসে, ব্যস্ত থাকি শত কাজে ।এই শেষ লাইনটিই যেন সব কিছুর সার কথা...চমৎকার লেখনি...খুব ভালো লাগলো....
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । শারদীয়া ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
জাকিয়া জেসমিন যূথী নির্বোধ শুন্যতার অবসান হউক, ভালোবাসায় ব্যস্ততায় জীবন পূর্ণতা পাক। শুভকামনা রইলো।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪